পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়ন এর পার ঘেষে বয়ে গেছে ধনাগোদা নদী। আর এ নদী দিয়ে চলাচল করে হাজার হাজার টলার, নৌকা, বিভিন্ন বালুবাহী ষ্টীরীলের টলার। এবং এই নদী দিয়ে চলাচল করে নারায়নগঞ্জ টু মতলব লঞ্চ। আরো আছে বাজারখোলা খাল এখানে প্রচুর পরিমানে মাছ ধরা পড়ে। জাফরাবাদ খাল। হরিণা বাজারখোলার খাল যেখান দিয়ে ইউনিয়ন এর সব জায়গায় নৌ পথে যোগাযোগ করা যায়। তুলাতলী খালের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায়। আমাদের ইউনিয়ন এ সব নদ-নদী থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস