Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাচঁগাছিয়া (পশ্চিম) ইউনিয়নের ইতিহাস

পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়নটি দাউদকান্দি  উপজেলার অতি পরিচিত ইউনিয়নের মধ্যে এটি একটি ইউনিয়ন।  দাউদকান্দি উপজেলা একটি প্রাচীন জনবহুল গ্রাম  । অতঃপর ১৯৭৬ সালে  ১৫টি ইউনিয়ন নিয়ে ইহা দাউদকান্দি থানায় রূপান্তরিত হয় ।  প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে ১৯৮৩ সালের ০৭ নভেম্বর এ উপজেলাটি পূর্ণ উপজেলায় উন্নীত হয়। কুমিল্লা জেলা শহর হতে ৪০ কিলোমিটার দূরে এ উপজেলা অবস্থিত। রেল এবং সড়ক পথে এ উপজেলা হতে বাংলাদেশের সর্বত্র যাতায়াত করা যায়। এ ইউনিয়নে বিভিন্ন জাতীর বসবাস এবং অনেক গুণী মানুষের জন্ম  স্থান ।  তন্মধ্যে ১৯৪৭ সালে দেশ বিভাগের পর সর্বপ্রথম ইষ্ট পাকিস্থানে ফিসারী কপোরেশন চালু করেন যিনি তার নাম আবদুল হাকিম ভূইয়া (নসু ভূইয়া), 

পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদটি ১৯৮০ সালে স্থাপিত হয়।